সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে গর্ত ধসে পাঁচ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দিবাগত নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২ জনকে আসামী করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, এ ঘটনায় পুলিশের অভিযানে আটক কোয়ারির লেবার সর্দার আব্দুর রউফকেও মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া অভিযুক্ত আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd