সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের স্ত্রী হন্তারক যুবদল নেতা হেলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জের দোয়ারা উপজেলার বীরেন্দ্রনগর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মরহুম জহুর আলীর পুত্র। বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘাতক হেলাল মিয়া দোয়ারা উপজেলায় অবস্থান করছে-গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে দোয়ারা থানা পুলিশের সহযোগিতায় বিশ্বনাথ এসআই মিজানুর রহমান বুধবার ভোর সাড়ে ৫টায় তাকে ওই গ্রাম থেকে গ্রেফতার করেন। সকাল ৯টায় তাকে বিশ্বনাথ থানায় নিয়ে আসা হয়।
গত ২৬ জানুয়ারী চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে দুই সন্তানের স্ত্রী লুবনা বেগমকে (২৮) গলা কেটে হত্যা করে হেলাল মিয়া। হত্যার পর সে পালিয়ে যায়। তাকে গ্রেফতার করে বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়।
হেলালের ১০ বছরের দাম্পত্য জীবনে আল-আমিন (৯) ও নাজিফা বেগম (৩) নামের দুটি সন্তান রয়েছে। হত্যার তিন দিনের মাথায় লুবনার বড় ভাই বাদী হয়ে হেলাল মিয়াকে একমাত্র আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd