সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: গত ২৮ ফেব্রুয়ারী’ ২০১৮, বুধবার লিডিং ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সিলেটের উপশহর পয়েন্টে লিডিং ইউনিভার্সিটির গাড়ি থেকে নামার সময় অপহরণকারীরা তাহমিনা আক্তার নাসরিন ও ফারজানা আক্তার লাবনীকে অপহরণের চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আনুমানিক বিকাল ৫.১৫ ঘটিকায় ভার্সিটির বাস থেকে নামার সময় হামলাকারীরা তাহমিনা আক্তার নাসরিন এর হাত ধরে মাইক্রোতে তুলার চেষ্টা করলে সে চিৎকার করে তৎক্ষণাৎ ভার্সিটি বাসে উঠে যায় বাসে থাকা অন্যান্য শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা মাইক্রো নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
তাহমিনা আক্তার নাসরিন ও ফারজানা আক্তার লাবনীর পিতা বারিছ আলী সংবাদ মাধ্যমকে বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং সরকারের প্রতিপক্ষ দলের রাজনীতিতে সম্পৃক্ত থাকায় আমাদের পরিবার একের পর এক বিপদের সম্মুখীন ও নানান দূর্ঘটনার শিকার হচ্ছেন। বিরোধী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। উল্লেখ্য যে, বারিছ আলী গোলাপগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd