সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে মেডিকেলের জরুরি বিভাগের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষ। সংঘর্ষের ঘটনায় যুবলীগের ৩ কর্মী আহত হয়েছে।
আহতরা হচ্ছেন তানভির আহমদ, অপু ও ইমন দত্ত। তিনজনকেই তাৎক্ষণিক মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’টি পক্ষের নেতাকর্মীরা সিলেট এমএজি ওসমানী মেডিকেলের জরুরী বিভাগের গেটে আড্ডা দেন। শুক্রবার নেতাকর্মীদের মধ্যে সুজেল গ্রুপ ও সুলতান রিপন গ্রুপের কর্মীদের মধ্যে পূর্বশত্রুতার জেরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’টি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন- ‘মারামারি ওসমানী মেডিকেলের ভিতরে হয়নি। হয়েছে কালিবাড়ি এলাকাতে। মারামারির ঘটনায় ২ জন আহত হয়েছেন। এই ঘটনার জেরে ওসমানী মেডিকেল এলাকাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd