সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০১৮
স্টাফ রিপোর্ট : সিলেট সদরের হাটখোলায় নিকাহ রেজিস্ট্রারকে অনলাইনে হত্যার হুমকি দেওয়া হয়েছে । ৭ই মার্চ বুধবার বিকালে এসএমপির জালালাবাদ থানায় এই মর্মে অভিযোগ করেছেন ইউনিয়নের বাবুরাগাও উত্তর পাড়ার মমতা বেগম।
অভিযোগে প্রকাশ, মমতা বেগমের স্বামী কাজী লুৎফুর রহমান নিকাহ রেজিস্ট্রার অফিসের প্রতিনিধি পদে কাজ করেন। সম্প্রতি হাটখোলা ইউনিয়নের সরকারি খাস খতিয়ানের সিঙ্গিবিল নিয়ে এলাকার লুটেরা বাহিনীর সাথে তার বিরোধ সৃষ্টি হয়। ওই বাহিনী সরকারের রাজস্ব ফাকি দিয়ে বিলটি লুটে নেওয়ার চেষ্টা করলে লুৎফুর রহমান ও তার সহযোগীরা এর তীব্র প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে লুটেরা দলের দেশীয় ও বিদেশী সদস্যরা একজোট হয়ে কাজী লুৎফুর রহমানকে হত্যার হুমকি দিচ্ছে।
গত মঙ্গলবার ৬ মার্চ একই বাবুরা গ্রামের মৃত জমিরুলের পুত্র আক্তারুজ্জামান তার বিদেশী মোবাইল ফোন ৩৫৭৯৬২৯৪৯২৬ দ্বারা ইমো ও ফেইসবুক পেইজ (Babura Goan) থেকে কাজী লুৎফুর রহমানকে হত্যার ও তার পরিবার পরিজনকে এলাকাছাড়া করার হুমকি দেয়। এদে করে তার দেশীয় স্বজন ছাদিকুজ্জামানরা প্ররোচিত ও উদ্ভোদ্ধ হয়ে মমতার স্বামী কাজী লুৎফুর ও তার স্বজনদের সার্বিক অনিষ্ট সাধন করতে পারে। মমতা বেগম তার স্বামী ও পরিবারের নিরাপত্তা বিধানে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd