সিলেট :: বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্যে আগামী ২২ মার্চ সারাদেশের ন্যায় সিলেটও উৎসবের আনন্দে ভাসবে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ২২ মার্চ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী, প্রত্যেক সরকারি দপ্তর পৃথক সেবা সপ্তাহ পালন, ২৪ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন এবং ২৫ মার্চ যুব উন্নয়ন অধিদপ্তরের বিশেষ সেমিনার করবে। এছাড়া, জেলা তথ্য অফিস ১০ দিন ব্যাপী কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত প্রেসব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়। সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিত সিনহা, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা। লিখিত বক্তব্যে পাঠ করেন সিলেট জেলা তথ্য অফিসার জুলিয়া জেসমিন মিলি।
বিভাগীয় কমিশনার বলেন, স্বাধীনতা লাভের ৪৭ বছর পর জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) শ্রেণি থেকে বের হওয়ার যোগ্য বলে স্বীকৃতি দিয়েছে। এর ফলে জাতিসংঘের বিবেচনায় উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ।