সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮

সিলেট :: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে সারা দেশের ন্যায় সিলেটেও পালিত হচ্ছে ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

২৬ মার্চ ভোর থেকেই নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে ঢল নামে সর্বস্তরের মানুষের। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শহীদ মিনারেমুখী মানুষের ঢল। অনেকের হাতে ছিল লাল-সবুজের পতাকা।

সকাল ৮টায় সারাদেশের মতো সিলেটেও একযোগে গাওয়া হয়েছে জাতীয় সংগীত। করা হয় জাতীয় পতাকা উত্তোলন। সিলেট জেলা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন।

বিভিন্ন সরকারি, বেসরকারি ও সায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথকভাবে পালন করছে নানা কর্মসূচী। কর্মসূচীর মধ্যে রয়েছে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, রক্তদান কর্মসূচী ইত্যাদি।

এদিকে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর থেকে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনার বাস্তবায়ন কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমিটি, সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, এসএমপি পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, জেলা পরিষদ প্রশাসক, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, সিলেট প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জাসদ, বাসদ, ওয়ার্কাস পাটি, গণতন্ত্রী পার্টি, জনতা পার্টিসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..