সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮
বিনোদন ডেস্ক : দেশের সংঙ্গীত প্রেমী জনগন ও প্রিয় বক্ত বৃন্দদের জন্য,এবার নতুন একটি গানে ডিজিটাল মানে রেকর্ডিং ও মিউজিক ভিডিও সহ এক লক্ষ টাকা বাজেটে নির্মাণ করছে গানটি দেশ থিয়েটার সিলেট,”না বুঝিয়া কেন বন্ধুর প্রেমে পরিলাম,নিজের দুষে আপন দেহে বিষ ডালিলাম” শিরো নামের গানটি লিখেছেন এ প্রজন্মের তরুন সাংবাদিক আমির হোসেন সাগর,গানটি গেয়েছেন বাংলাদেশ টেলিভিশন এর নিয়মিত শিল্পী, বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠ শিল্পী আকরাম,গানের সুর ও সঙ্গীত করেছেন বাংলাদেশ আরেক জনপ্রিয় পরিচালক এরফান টিপু,গানটির মিউজিক ভিডিও এর কাজ করছেন সিলেটের আরেক জনপ্রিয় পরিচালক অভিনেতা এবং দেশ থিয়েটারের সভাপতি কামাল আহমেদ দূর্জয়,তিনি ১৬ জন মডেল তরুন তরুনি নিয়ে গানটির মিউজিক ভিডিও নির্মান করছেন,কামাল বলেন সিলেট এই প্রথম মিউজিক ভিডিও একটি গানের প্রায় এক লক্ষ টাকা বাজেটে কাজ করছে দেশ থিয়েটার,বর্তমান সময়ের সবছে ভালো ক্যামেরাসহ উন্নত প্রযুক্তির সহ যন্র আমরা এই গানে ব্যবহার করছি,পাশাপাশি সিলেটের একটি বাংলো বাড়ি,যেটা ছুয়ে দিলে মন ছবি সহ অনেক ছবিতে সুটিংগের জন্য ব্যবহার করা হয়েছে সেই বাড়ি সহ সিলেটের বিশ্ববিদ্যালয়,এমসি কলেজ রেওলস্টেশন সহ সকল ভালো মনোরম লোকেশন ব্যবহার করছি এই গানে,আশা করছি দেশ বিদেশের সহ শ্রোতাদের মন জয় করবে এইগান।শিল্পী আকরাম বলেন উস্তাদ রামকানাই দাশের আর্শিবাদে ও সঙ্গীত পরিচালক এরফান টিপু স্যারের সহযোগিতায় সঙ্গীতে দিনের পর দিন কাজ করে যাচ্ছি,বিটিভি সহ দেশের বেশ কয়েকটি টিভিতে নিয়মিত গান করে যাচ্ছি,পাশাপাশি বাজারে একক রিমিক্স সহ প্রায় ৩৫ টি এলবাম বাজারে রয়েছে।বর্তমান ইউটিবেও রয়েছে শত শত গান,তবে সব গানের চাইতে আমার কাছে মনে হয় এই গানটিরর কথা আলাদা অনেক সুন্দর,গানটি লিখেছে একজন তরুন সাংবাদিক,আমার মনে হয় এ প্রজেন্মের মানুষের মনে নারা দিবে আমার বিশ্বাষ,গানটির রেক্রডিং সহ ভিডিও বিশাল বাজেটে হচ্ছে আমাদের ভিডিওর যোগে আশা করি এই গানটি সবার ভালো লাগবে,এবং আমি বলবো গানটি সবাই দেখবেনড়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd