সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮
সিলেট :: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইলিয়াস আলী নিখোঁজের ছয় বছর হয়ে গেলেও সরকার এখন পর্যন্ত তার খোঁজ দিতে পারছেনা। তার বিপুল জনপ্রিয়তার কারণেই সরকারের মদদে তাকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত ইলিয়াস আলীকে সবার মধ্যে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন বক্তারা।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী।
এ ঘটনায় বনানী থানায় ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা জিডি করলেও দীর্ঘ ছয় বছরেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ।
মানববন্ধনে সিলেট জেলা ও মহানগর বিএনপি, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, ছাত্রদল ও স্বেচ্ছাসেক দলের নেতা-কর্মিরা অংশগ্রহন করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd