ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশে চাকরির চেষ্টায় গ্রেপ্তার ২

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৮

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশে চাকরির চেষ্টায় গ্রেপ্তার ২

ক্রাইম সিলেট ডেস্ক : নাটোরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে পুলিশে চাকরির চেষ্টার অভিযোগে ২ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন বড়াইগ্রাম উপজেলার পারবাগডোব গ্রামের সাইদুল জোয়ার্দারের ছেলে ইমরান হোসেন (২০) ও সদর উপজেলার লালমনিপুর গ্রামের ফরজ মণ্ডলের ছেলে রবিন হোসেন (১৯)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বড়াইগ্রাম সার্কেলের এএসপি মো. হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদ্য সমাপ্ত পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা শেষে চূড়ান্ত নিয়োগের জন্য আবেদনের সঙ্গে সংযুক্ত বিভিন্ন তথ্যাদি যাচাই-বাছাই কালে অভিযুক্ত ইমরান ও রবিনের মুক্তিযোদ্ধা সনদটি জাল বলে ভেরিফিকেশনে ধরা পড়ে। অধিকতর যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয়, মুক্তিযোদ্ধা হিসেবে যার সনদ ব্যবহার করা হয়েছে তিনি মৃত এবং ওই ব্যক্তির সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, ভুয়া সনদটি তারা চাঁপাই নবাবগঞ্জ থেকে সংগ্রহ করেছিল।।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..