সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিমানবন্দর এলাকা থেকে দুই অস্ত্র ব্যাবসায়ীকে বিদেশী রিভলবারসহ আটক করেছে র্যাব-৯।
তারা হলেন, শরিয়তপুরের নরিয়া উপজেলার কাঠুপুলি ডালী বাড়ী গ্রামের বেলাল ডালির পুত্র সুমন আহম্মদ ডালি ওরফে কার্লোস ও সুনামগঞ্জের ধর্মপাশা থানার ভাটাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ইয়ামিন ইসলাম।
শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের ব্যাবহৃত সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করেছে র্যাব। তারা সন্ত্রাসীদের কাছে চোরাই পথে নিয়ে আসা অস্ত্র বিক্রী করছে বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।
উদ্ধারকৃত অস্ত্র ও অটোরিকশাসহ আটককৃতদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd