বিশ্বনাথ প্রতিনিধি :: সিএনজি চালিত অটোরিকশা চুরির মামলায় সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে সিলেটের বিশ্বনাথে আবদুল খালিক (৩৩) নামের এক ব্যাক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে থানার সামনস্থ একটি রেষ্টুরেন্টের সামন থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামের মৃত আবদুল ওয়াহিদের পুত্র।
ডিবি পুলিশের এসআই শহিদুল জানান, সিএনজি চালিত অটোরিকশা চুরির মামলার (মামলা নং ২৬, তাং ২৪.০৪.১৮ইং) সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে আবদুল খালিককে আটক করা হয়েছে।
Sharing is caring!