বাংলাদেশ সনাতন কল্যাণ সোসাইটি’র গীতা দান কর্মসূচী শিক্ষার্থীদের আইডি কার্ড বিতরণ

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ সনাতন কল্যাণ সোসাইটি ( বি এস কে এস ) কতৃক আয়োজিত শ্রীমদ্ভগবদ গীতা দান কর্মসূচী ও ছাত্র-ছাত্রীদের আইডি কার্ড বিতরণ ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।

কেন্দীয় সহ-সাধারণ সম্পাদক (বি এস কে এস) ডা. পান্না লাল ধর ও সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ সুমন ঘোষ এর যৌথ পরিচালনায় অধ্যক্ষ শ্রী গীতা সংঘ খলাগ্রাম’র ডা. গোপাল কৃষ্ণ ধর এর সভাপতিত্বে ২৮ এপ্রিল রোজ শুক্রবার সকাল ১১টায় খলাগ্রাম দূর্গা মন্ধির মূন্সিবাজার রাজনগর মৌলভীবাজারে অনুষ্টিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন শ্রী টিটন কান্ডু চেয়ারম্যান (বি এস কে এস), বিশেষ অতিথি শ্রী প্রদীপ দেব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বি এস কে এস), সভাপতি সিলেট বিভাগ শ্রী অরুন কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা শ্রী দেবদাস সাহা, অফিসার ইনচার্জ রাজনগর থানা শ্যামল ভৌমিক , সিনিয়র শিক্ষক খলাগাও কাশিমপুর উচ্চ বিদ্যালয়’র শ্রী সুভাষ ঘোষ, সদস্য ৫নং ওয়ার্ড শ্রী চয়ন দেব ।

সার্বিক সহযোগিতায় সাধারণ সম্পাদক লোকনাথ সেবাক্রম খলাগ্রাম পার্থ সারর্থী ধর, সহ-সভাপতি লোকনাথ সেবাক্রম খলাগ্রাম বিনয় বৈদ্য ছিলেন।

উক্ত সভায় উপস্থিত আরও উপস্থিত ছিলেন প্রবির দাস , সজল মালাকার, শংকর দাস , সজিব দেব , ঝুমকি দেব, কল্পনা দে, শ্রীভাস ধর , রেখা ধর, রসরাজ দাস, প্রিতিলা ধর, প্রীতম ধর, মৌমিতা মালাকার, সুর্বনা দাস, ডা. ঝুমুর ধর, সাবনী মল্লিক, অন্না দত্ত, শিমা দাস, সজিব ধর, নয়ন দেব, পূজা ধর, অম্লান কান্তি ধর, সুমিতা মালাকার প্রমূখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..