নগরীর নয়াসড়ক পয়েন্টে সড়ক দূর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পেল দুই পুলিশ

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টে শুক্রবার সকাল সাড়ে ১১টায় সড়ক দূর্ঘটনা ঘটেছে। জানা যায়, কুমারপাড়ার দিক থেকে আশা একটি ট্রাক চৌহাট্টার দিকে যাওয়ার উদ্দেশ্যে বেপরোয়া গতিতে চালালে হঠাৎ করেই ব্রেকফেল করে নয়াসড়ক পয়েন্টের গোলচত্ত্বর গুড়িয়ে ফেলে। এসময় আশপাশের লোকজন দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। সূত্রে জানা যায়, ঘটনা একমিনিট আগে ঐ গোলচত্ত্বরে ডিউটিরত অবস্থায় দুই পুলিশ সোহরাব ও সাইদুল ইসলাম ছিলেন। কিন্তু হঠাৎ করে এক পাগল এসে দুই পুলিশের কাছে খাওয়ার জন্য বলে। সাথে সাথে ঐ দুই পুলিশ পাগলকে নিয়ে একটি হোটেলে ঢুকার মুহুর্তেই দূর্ঘটনা খবর পাওয়া যায়। এরপর এলাকার লোকজন সহ উপস্থিত পুলিশের সহযোগিতায় চালকসহ ট্রাকটিকে আটক করে কতোয়ালী থানায় হস্তান্তর করেন। এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেনের রাত ১০টায় ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..