সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মে ২, ২০১৮
সিলেট :: চির নিদ্রায় শায়িত হলেন দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুর।
আজ বুধবার বাদ আছর নগরীর ভাতালিয়া জামে মসজিদে জানাযার নামাজ শেষে তাকে মসজিদের পাশের কবরস্থানে সমাহিত করা হয়। জানাযায় বিভিন্ন রাজনৈদিক, সামাজিক, সাংবাদিকসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আজ সকাল সাড়ে দশটায় কানিশাইলস্থ তার বাসায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৪৬ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক মেয়ে ও তিন বোনসহ অংসখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বেশ কয়েকমাস আগে মেডিকেল টেস্টে ইকবাল মনসুরের লিভারে ক্যান্সার ধরা পড়ে । জটিল এই রোগ থেকে তাকে রক্ষা করতে দেশ ও বিদেশের অনেকে এগিয়ে আসেন । তিন দফা তাকে দিল্লির এশিয়া হসপিটালে নিয়ে যাওয়া হয় । সর্বশেষ সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন ক্যান্সার ছড়িয়েছে তাই বাঁচার সম্ভাবনা খুবই কম । এরপর থেকে তিনি বাসায়ই ছিলেন ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd