বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সরকারি বরাদ্দকৃত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০মে) সকালে বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান’র সভাপতিত্বে ও সদস্য ডাঃ বিভাংশু গুণ বিভু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ছোয়াব আলী, ৯ নং ওয়ার্ডের মেম্বার আমির আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য রুহুল আমিন, প্রবীণ মুরব্বি আব্দুল আলী। শুরুতে কোরআন তিলাওয়াত করেন সংগঠক রাসেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ভূমিদাতা বিলাল উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য সাইদ আলী, সাবেক সদস্য বাদশা মিয়া, সংগঠক বদর উদ্দিন, দেলওয়ার হোসেন, মুজিবুর রহমান, কামাল উদ্দিন, রমজান আলী, জহিরুল হক, মানিক মিয়া, কাপ্তান উদ্দিন, মকবুল হোসেন, ইছাক আহমদ, জুনাব আলী প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।