সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮
জাকির হোসেন মনির :: ৭ এপিবিএন সিলেট এ কর্মরত নায়েক সহিদুর রহমান পাবেল এর চালের বস্তা কাধে ছবিটি সমাজিক যোগাযোগ মাধ্যাম সহ অনলাইনে এখন ভাইরাল। জুড়ী(মৌলভীবাজার) প্রতিনিধিঃ জানান, নায়েক সহিদুর রহমান পাবেল তার নাড়ি ছেঁড়া ভূমিতে একটি সমাজিক সংগঠনের কর্ণধার হিসেবে দীর্ঘ-দিন থেকে কাজ করছে মানবের তরে। ২১-০৫-২০০০-ইং সাথে প্রতিষ্ঠিত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউ.পি’র হাফিজিয়া বাজারস্থ “সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থা”র কার্যকরী সভাপতির দায়িত্বে আছেন তিনি।একঝাঁক তরুনের সেতুবন্ধনে চলমান ঐতিয্যবাহী এই সংস্থায় কেন একজন পুলিশ সদস্যকে সভাপতি করা হয়েছে? সকল প্রশ্নের প্রতি-উত্তর এই ছবি’টি। পরীক্ষার জন্য ৭-দিনের ছুটি’তে গ্রামের বাড়ীতে গিয়ে তিনি গত ১৪ ও ১৫ মে তার নিজ এলাকার দু’টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতার উপরে পৃথক দু’টি সেমিনার করেন। এছাড়াও গেল ১৬/০৫/১৮ ইং তারিখে এলাকার এক অসহায় রোগীর জন্য মহল্লার বাড়ী বাড়ী গিয়ে কয়েক বস্তা চাল ও টাকা সংগ্রহ করেন এবং সেই চাল নিজে কাধে বহন করে রোগীর বাড়ীতে পৌছেদেন।তিনি নিয়মিত সময় সুযোগ পেলেই সামাজিক কার্যক্রমে অংশগ্রন করে থাকেন। ৭এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি নায়কে পাবেল-এর সমাজিক কাজের অগ্রগতি কামনা করে জানান, এটা পুলিশের গর্ব।তার (পাবেল) এর মধ্যে যতেষ্ট আন্তরিকমনোবল ও প্রতিভা রয়েছে, যার কারনে সে সমাজিক ভাবে নানাবিধ কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। ৭ এপিবিএন সিলেট এ কর্মরত নায়েক সহিদুর রহমান পাবেল এর কর্মস্থলের বাহিরে সমাজিক কার্যক্রমের বিষয়ে ৭এপিবিএন অধিনায়ক(পুলিশ সুপার) মোঃ ঈসরাইল হাওলাদার এর সাথে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদক জানান, পুলিশ জনগনের বন্ধু, যার জলন্ত প্রমাণ পাবেল এর সমাজিক কার্যক্রম। আমাদের অনেক সিমাবদ্বতা রয়েছে, সকল সিমাবদ্বতা অতিক্রম করে সমাজিক অঙ্গনে নিজেকে নিয়োজিত করা সৌভাগ্যের বিষয়।পাবেল-এর সমাজিক কাজের অনুপেরনার জন্য তিনি মিডিয়ার ভূমিকা-কে স্বাদুবাদ জানান। মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা একটি মহতি কাজ, মহতি কাজ করা সবার পক্ষে সম্বভ হয় না আন্তরিকতার অভাবে।জুড়ী উপজেলার দু’টি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসচেতনতা ও বাল্যবিবাহর কু-ফলের উপর পৃথক সেমিনারে বিষয়ে তিনি বাহুক মাধ্যমে অবগত হয়েছেন জানিয়ে জেলা প্রশাসক বলেন, এরকম মহতি কাজের সাথে জেলা প্রশাসন সবসময় পাশে আছে এবং থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd