বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে কথাকাটাকাটির জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অনন্ত ৭জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১৮মে) বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের চক রামপাশা গ্রামের মক্তার মিয়া ও ইন্তাজ আলী লোকজনের মধ্যে এঘটনা ঘটে।
আহতরা হলেন-মক্তার মিয়া, মস্তাব আলী, ফখরুল ইসলাম, ইন্তাজ আলী, রিপন মিয়া, মখবুল মিয়া, সুজন মিয়া। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থায় আশংকাজনক বলে জানাগেছে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তবে এলাকার মুরব্বীদের নিয়ে বিষয়টি আপোষ-মিমাংসার উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, সংঘর্ষের বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Sharing is caring!