সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মে ২৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর চালিবন্দর কাষ্টঘর পয়েন্ট থেকে এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে পুলিশ। ওই মাদক ব্যবসায়ী হচ্ছে ইকবাল চৌধুরী (৩২)। সে গোলাপগঞ্জ উপজেলার নোয়াই গ্রামের শফিকুল ইসলাম চৌধুরীর ছেলে।
গোপণ সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ইকবালকে আটক করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিএম হামিদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বেলা বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টায় ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন, উক্ত মাদক ব্যবসায়ী তার সহযোগী অন্যান্য মাদক ব্যবসায়ীর সহযোগীতায় শহরের বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মাদকসেবীদের নিকট খুচরা বিক্রি করে।
তিনি জানান, আটক মাদক ব্যবসায়িকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd