সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মে ২৫, ২০১৮
স্টাফ রিপোর্টার:: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সবুজ বিপনীর পাশে এম এ ড্রিস্টিবিশন দোকানে দুর্ধর্ষ চুরির ঘটটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মুখোঁশ পরিহিত একদল চোর দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। এসময় দোকানে থাকা ২০হাজার থেকে ৩৫হাজার মূলের প্রায় ৭৭টি মোবাইল সেট ও দামী হেড ফোন, পাওয়ার ব্যাংক নিয়ে পালিয়ে যায় চুর সেন্ডিকেট।
সিসিফুটেজে দেখা যাচ্ছে পনে ১১টাকার সময় মুখোঁশ পরে এক যুবক ভিতরে প্রশেক করছে। দোকানার সত্ত্বাধিকারী নূর মোহাম্মদ আদনান জানান, প্রতিদিন দোকানের সামেন কিছু যুবক আড্ডা করতো। তাদেরকে বাধা দিলেও তার শুনেনি। প্রতিদিন দোকানের সামে বসে সিগারেট খেতে বখাটে যুবকেরা। তিনি বলেন, পাশের মার্টের কিছু যুবকও তাদের সাথে আড্ডা করতো দোকানের সামনে বসে।
প্রতিদিনের ন্যায় গতকাল ইফতারের পূর্বে দোকান বন্ধ করে বাসায় চলে যান। আজ শুক্রবার দোকান খুলে দেখেন ভিতরের সব মোবাইল নেই। তিনি বলেন, দুটি তালা ভেঙ্গে তার ভিতরে প্রবেশ করে এবং চুরি শেষ করে আবার অন্য দুটি নতুন তালা মেরে যায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd