সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মে ২৬, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে জহুর আলম (৩৫) নামের এক জেলের প্রাণ গেল।’ তিনি উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ির মেঞ্জারগাঁও গ্রামের আজমান আলীর ছেলে।’
শনিবার সন্ধায় উপজেলার আঙ্গারুলী হাওরে মাছ ধরতে গেলে জহুর আলম বর্জ্রপাত পড়ে নিহত হন।
নিহতের পারীবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আঙ্গারুলি হাওরে জহুর আলম শনিবার সন্ধায় মাছ ধরতে গেলে আকস্মিক ঝড়ের সাথে তার ওপর বর্জ্রপাত পড়লে তিনি হাওরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।’ পরে হাওওে মাছ ধরা কাজে থাকা অন্যান্য জেলেরা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দে বজ্রপাতের ঘটনায় জহুর আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd