সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : দেশের হয়ে তিনি কিছুই জেতেননি তা বলা যাবে না। জিতেছেন যুব বিশ্বকাপ ও অলিম্পিক স্বর্ণ। কিন্তু তা বয়সভিত্তিক দলের হয়ে।
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওলেন মেসির প্রাপ্তির খাতা এখনও শূন্য। আসন্ন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যে কোনো কিছুর বিনিময়ে সেই অপূর্ণতা ঘোচাতে মরিয়া আর্জেন্টিনা অধিনায়ক। একটি বিশ্বকাপ ট্রফির জন্য বার্সেলোনার হয়ে জেতা যেকোনো শিরোপা ছেড়ে দিতে রাজি মেসি।
একটি-দুটি নয়, বার্সেলোনার হয়ে জিতেছেন ৩২টি শিরোপা। সঙ্গে পাঁচটি ব্যালন ডি’অর ট্রফি। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারও এমন ঝলমলে হতে পারত। যদি ২০১৪ বিশ্বকাপের পাশাপাশি তিনটি কোপা আমেরিকার ফাইনালে না হারতেন।
বয়স হয়ে গেছে ৩০ বছর। বারবার তীরে এসে তরী ডোবার হতাশা মুছে ফেলার এটাই হয়তো তার শেষ সুযোগ। মেসিও মরিয়া রাশিয়ায় দুর্ভাগ্যের পৃষ্ঠা উল্টে দিতে। বিশ্বকাপের প্রস্তুতির ফাঁকে একটি আর্জেন্টাইন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সেই আকুতিই ঝরল তার কণ্ঠে, ‘বার্সেলোনার হয়ে জেতা যেকোনো শিরোপার বিনিময়ে জাতীয় দলের হয়ে কিছু পেতে রাজি আমি। আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা জয় হবে অনন্য। বিশ্বকাপের চেয়ে বড় কিছু নেই।’
বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখলেও মেসির পা কিন্তু বাস্তবতার রুক্ষ জমিনেই। ব্রাজিল, জার্মানি ও স্পেনের মতো এবারের আসরের হট ফেভারিট দলগুলোর সঙ্গে তুলনায় নিজেদের পিছিয়েই রাখছেন মেসি, ‘আমাদের এই দলটির ওপর পূর্ণ আস্থা আছে আমার। আমাদের প্রন্তুতি খুব ভালো হচ্ছে। বিশ্বমানের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে আমাদের। কিন্তু বিশ্বকে আমরা এই বার্তাটা দিতে পারছি না যে, এবার আমরাই বিশ্বচ্যাম্পিয়ন হতে যাচ্ছি। আমরাই বিশ্বসেরা দল। কারণ বাস্তবতা হল, আমরা সেই জায়গায় নেই।’
আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। ডি-গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। অনেকের চোখে এটাই এবারের আসরের ‘গ্রুপ অব ডেথ’। মেসিও গ্রুপপর্বে নিজেদের কঠিন পরীক্ষা দেখছেন, ‘গত ইউরোতেই আইসল্যান্ড দেখিয়ে দিয়েছে, যেকোনো দলের জন্যই তারা শক্ত প্রতিপক্ষ। ক্রোয়েশিয়ার আছে দারুণ মিডফিল্ড। অনেকটা স্পেনের মতো। তবে একধাপ নিচে। আর নাইজেরিয়া সবসময়ই আমাদের চ্যালেঞ্জ জানায়।’
দীর্ঘ সাক্ষাৎকারে ক্লাব ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন মেসি।জোর গলায় জানিয়েছেন, ইউরোপে বার্সেলোনাই তার একমাত্র ক্লাব। ক্যারিয়ারের একদম শেষভাগে দিয়ে শৈশবের ক্লাব আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ডবয়েজে কিছুদিন খেলার ইচ্ছা আছে তার। তবে ইউরোপে বার্সেলোনা ছাড়া আর কোনো ক্লাবেই খেলবেন না মেসি। ওয়েবসাইট।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd