১৬তম বাজেট ঘোষণা করলেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, মে ২৯, ২০১৮

১৬তম বাজেট ঘোষণা করলেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক
বিশ্বনাথ প্রতিনিধি :: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ১৬তম উন্মুুক্ত বাজেট ঘোষণা করেছেন সিলেটের বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক। আজ মঙ্গলবার বিকেলে ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ১ কোটি ১২ লাখ ২৮ হাজার ৪৪০ টাকার বাজেট ঘোষণা করে এমন দৃষ্ঠান্ত স্থাপন করেন তিনি। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১১ লাখ ৮ হাজার ৪৪৯ টাকা। যার ফলে উদ্বৃত্ত থাকবে ১ লাখ ১৯ হাজার ৯৯১ টাকা।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও সচিব বিজিত চন্দ্র সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন গ্রাম আদালত সহকারী মাজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার, প্যানেল চেয়ারম্যান-২ আবদুল জলিল হিরণ মিয়া মেম্বার, প্যানেল চেয়ারম্যান-৩ লাকী বেগম মেম্বার, ইউপি মেম্বার ফজর আলী, শামীম আহমদ, আবদুল মোমিন মামুন, শাহনেওয়াজ চৌধুরী সেলিম, হেলাল আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার করিমুন নেছা, সহকারী উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন, মনিরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জত দেব, নূর উদ্দিন, সাংবাদিক আশিক আলী, কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য আব্বাস হোসেন ইমরান প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..