সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, মে ২৯, ২০১৮
আলী হোসেন, মৌলভীবাজার :: কুলাউড়ার বরমচাল চা বাগানের একটি পুকুর থেকে নিপু বাউরী (২৫) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার দুলন বাউরীর স্ত্রী।
মঙ্গলবার (২৯ মে) সকালে বরমচাল চা বাগানের দিপু লাইনের একটি পুকুরে লাশ ভেসে আছে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য চন্দন কুর্মি জানান, মঙ্গলবার সকালের দিকে স্থানীয়রা নিপু বাউরীর লাশ তার নিজ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে আমাকে খবর দেয়। পরে আমি পুলিশকে খবর দেই। কিভাবে সে মারা গেলো আমরা বুঝতে পারছি না।
এদিকে লাশ উদ্ধারে ঘটনাস্থলে উপস্থিত কুলাউড়া থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে তার স্বজন, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছি। সোমবার দিবাগত রাতে ঘরের দক্ষিণ পাশের পুকুর থেকে পানি আনতে গেলে সেখানে উপুড় হয়ে পড়ে মারা গেছে। সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd