সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মে ২৯, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, সিলেট ছাড়াও রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার সময় সিইসি জানান, এই তফসিল ১৩ জুন থেকে কার্যকর হবে।
এর আগে সিইসি’র সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১৩ থেকে ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১ ও ২ জুলাই, আপিল ৩ থেকে ৫ জুলাই, আপিলের নিষ্পত্তি ৬ থেকে ৮ জুলাই, মনোনয়ন প্রত্যাহার ৯ জুলাই ও প্রতীক বরাদ্দ ১০ জুলাই অনুষ্ঠিত হবে।
সিইসি বলেন, ‘১৩ জুন থেকে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনও প্রার্থী নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না।’
এসব সিটির নির্বাচনে সংসদ সদস্যরা দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘আমরা যে আচরণবিধি করেছি, তার সংশোধন এখনও হয়নি। সংশোধনী না হওয়া পর্যন্ত এটি বলা যাচ্ছে না।’
আইনি জটিলতার বিষয়ে সিইসি বলেন, ‘আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। সীমানা সংক্রান্ত আইনগত কোনও জটিলতা নেই।’
কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এমপিদের প্রচারণার ব্যাপারে যে সংশোধনী এনেছি, তা পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আমরা এটি শেষ করে ১৩ জুনের আগে যদি প্রজ্ঞাপন আকারে জারি করতে পারি, তাহলে এই তিন সিটিতে এমপি’রা প্রচারণার সুযোগ পাবেন।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd