কমলগঞ্জের বাল্যবিয়ে প্রতিরোধে প্রচার অভিযান

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মে ৩১, ২০১৮

কমলগঞ্জের বাল্যবিয়ে প্রতিরোধে প্রচার অভিযান

জয়নাল আবেদীন, কমলগঞ্জ থেকে : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে বাল্য বিবাহ প্রতিরোধে ঝুঁকিপূর্ণ কন্যা শিশু ও মায়েদের নিয়ে প্রচার অভিযান উপলক্ষে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ মে) বিকাল ৩টায় আদমপুরস্থ সংগঠনের সিডিপি (কমিউনিটি ডেভেলপম্যান্ট প্রজেক্ট) কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস বাংলাদেশ সিডিপি ব্যবস্থাপক রিমো রনি হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আবদাল হোসেন, সাংবাদিক শাব্বির এলাহী, শাহীন আহমদ, শিক্ষক আব্দুল বশির ও গুড নেইবারস বাংলাদেশের কমলগঞ্জ কেন্দ্রের শিক্ষা সংরক্ষণ কর্মকর্তা মর্নিং টন। আলোচনা সভায় ৫০জন মা ও ৮ম থেকে ১০ম শ্রেণি পড়–য়া ৫০ জন ছাত্রী ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, এ আলোচনা থেকেই উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রচার অভিযান চালাবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..