বিশ্বনাথ প্রতিনিধি :: খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, শায়খে কৌড়িয়া (রহ.) ও তাঁর পিতা সুফীসাধক আব্বাস আলী (রহ.) সহ সকল ধর্মীয় রাহবাররা ইসলামের সৌলিক বিষয়ের প্রতি সদা সজাগ ছিলেন। মানুষের রীতি নীতি সততার সাথে পালনের জন্য এই খাজাঞ্চীবাসী তথা দেশবাসীকে উজ্জীবিত করেছেন। সুতরাং তাদের পদাংক অনুশাসনের প্রতি শ্রদ্ধা রেখে ঘুনেধরা এই সমাজ থেকে অবক্ষয় দূর করা এবং মানুষের ন্যায্য পাওনার যথার্থ মুল্যায়ণ করা আমাদের নৈতিক দায়িত্ব ও তা রমজানের প্রকৃত শিক্ষা।
তিনি বৃহস্পতিবার (৩১মে) সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে খাজাঞ্চী ইউনিয়ন খেলাফত মজলিস আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবিদুর হাসান গণির সভাপতিত্বে¡ ও সাধারণ সম্পাদক মাওলানা বাদশাহ আলমের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন, জেলা শ্রমিক মজলিসের সভাপতি আব্দুল কাইয়ূম, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক শায়েফ আহমদ সাফেক, উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক আহমদ রাজু, সহ-অর্থ সম্পাদক আবু সুফিয়ান, বিএনপি নেতা ওমর ফারুক (সাবেক মেম্বার), দিলওয়ার হোসেন, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি হাফিজ খালেদ আহমদ, সমাজসেবক আনসার মাহমূদ গণি, সংগঠক ডাঃ গিয়াস উদ্দিন সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন খেলাফত মজলিসের সহ সভাপতি ক্বারী আব্দুল কাদির।
ইফতার মাহফিলে বিএনপি নেতা চান্দ আলী, খেলাফত মজলিস নেতা সালেহ আহমদ, লোকমান হোসেন, মো. আব্দুল্লাহ, সমুজ আলী, সাঈদ আহমদ, সংগঠক মাসুক মিয়া, আপ্তাব মিয়া, আবুল বশর প্রমুখ সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন খাজাঞ্চী স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুর রহমান।