সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের এ এস এম আব্দুল মোবিন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বৃহস্পতিবার তাঁকে শপথ বাক্য পাঠ করান। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পাটুলি গ্রামে। তাঁর পিতা এডভোকেট আব্দুল হাই সিলেট জেলা বারের একজন খ্যাতনামা আইনজীবী ছিলেন।
১৯৮৫ সালে সিলেট বারে যোগদানের মধ্য দিয়ে তিনি আইন পেশা শুরু করেন। ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২০০৯ সালে আপীল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন।
এরপর ২০০৮-২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন। একজন প্রথিতযশা ও দক্ষ আইনজীবী হিসেবে এএসএম আব্দুল মোবিনের দেশব্যাপী সুনাম রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd