বিশ্বনাথ প্রতিনিধি :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সহ সভাপতি মুফতী মুজিবুর রহমান বলেছেন, দেশে সন্ত্রাস, মাদক আর দূর্নীতির মহড়া চলছে। এ সব অপকর্ম প্রতিরোধে সরকার নানা উদ্যোগ নিলেও সুফল আসছে না। গত কয়েক দিনে শতাধিক মানুষকে মাদকের অপরাধে গুলি করে হত্যা করা হয়েছে। এ ভাবে মানুষ হত্যা করে মাদক,সন্ত্রাস নির্মূল সম্ভব নয়। মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত রাষ্ট্র গঠণে কোরআনী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।
গত বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরুক্ত কথাগুলো বলেন।
বিশ্বনাথ জামিয়া মাদানিয়া মাদরাসা মিলনায়তনে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জহির উদ্দীন আহমদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাসান বিন ফাহিমের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে জেলা জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী বলেন, জমিয়ত বৃটিশ বিরুধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত দেশ ও মিল্লাতের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে আসছে। জমিয়ত আজ পর্যন্ত কোন বাতিলকেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়নি, কোন বাতিলের সাথে আপোষ করেনি, করছেনা, করবেও না ইনশাআল্লাহ।
ছাত্র জমিয়ত নেতা কামরান আহমদের তেলাওয়াতের মাধ্যমে সূচিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ নূর উদ্দীন, ওসমানীনগর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হুসাইন, যুগ্ন সম্পাদক মাওলানা হাফিজ আব্দুস সালাম, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী সিতাব আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দীন, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন সম্পাদক মাওলানা আশরাফুল হক্ব, জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথের সভাপতি মাওলানা নেযাম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইসলামী ঐক্যজোটের যুগ্ন সম্পাদক আ,ক,ম এনামুল হক্ব মামুন,খেলাফত মজলিস নেতা মাওলানা এবাদুল হক্ব, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা সাজ্জাদুর রহমান, ডাক্তার রুহুল আমীন, জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথের সাধারন সম্পাদক মাওলানা আশফাক উদ্দীন প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা সামছুল ইসলাম,মাওলানা হাবীবুর রহমান ফারুক, মাওলানা রশিদ আহমদ মিয়াজানী, মাওলানা রশিদ আহমদ বিশ্বনাথী, যুগ্ন সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, সহ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, মুফতী আহমদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, অলংকারী ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজ শাহেদ আহমদ, রামপাশা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা নেসার আল মাহমুদ, খাজাঞ্চী ইউনিয়ন সহ সভাপতি মাওলানা জামাল উদ্দীন’সহ উপজেলা যুব জমিয়ত, ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
Sharing is caring!