সিলেট ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বানুগাছ সড়কের মুন্সিবাজারের বটের মিল নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্ষায় পিষ্ট হয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে কর্মরত(এনজিও কর্মী) উত্তম ভট্টাচার্য (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২ জুন) সকাল ১০টার দিকে বানুগাছ সড়কের মুন্সিবাজারের বটের মিল নামক স্থানে ঘটনাটি ঘটেছে। কমলগঞ্জ থানার এসআই সুরুজ মিয়া ডেইলি মৌলভীবাজার ডট কমকে জানান,
উত্তম ভট্টাচার্য ভ্যান গাড়ি নিয়ে যাত্রাকালে মুন্সিবাজার থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্ষা লাগে ভ্যান গাড়ির উপর এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোক্তাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তম ভট্টাচার্য কুলাউড়া উপজেলার তিলকপুর গ্রামের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তম ভট্টাচার্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd