বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেলের ধাক্কায় ছমিরা বেগম (৬০) নামের এক মহিলা নিহত হয়েছেন। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের পিঠাকরা গ্রামের জাহির আলী চৌধুরীর স্ত্রী। শনিবার (২জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার অলংকারী গ্রামের দক্ষিণে কাদুয়ার ব্রীজের সামনে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।
জানা গেছে, নিহত ছমিরা বেগম শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা সদরে তার বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গাড়ি না পেয়ে তিনি বিশ্বনাথ-অলংকারী-কামালবাজার রাস্তা দিয়ে পায়ে হেটে এগুতে থাকলে কাদুয়ার ব্রীজের সমানে পৌঁছামাত্র পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে যায়। এরপর স্থানীয় লোকজন মহিলা গুরুত্বর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী ২জন স্থানীয় লোকজন সনাক্ত করতে পারলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় যানা যায়নি।
Sharing is caring!