বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ এইট ইউকে’র উদ্যোগে উপজেলার ৮টি ইউনিয়নের ৬০জন প্রতিবন্ধিকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের প্রত্যেককে ১৫০০ টাকা করে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। এইট ইউকে’র সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, এইট ইউকের কোঅর্ডিনেটর আজমল খান, লামাকাজি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা ফাতেমা বেগম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য নাজমা বেগম।
Sharing is caring!