আজ একুশে টিভিতে দেখবেন সিলেটের জনপ্রিয় অভিনেতা মুরাদ কে

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুন ৭, ২০১৮

আজ একুশে টিভিতে দেখবেন সিলেটের জনপ্রিয় অভিনেতা মুরাদ কে

স্টাফ রিপোর্টার :: সিলেটের জনপ্রিয় অভিনেতা বেলাল আহমেদ মুরাদ কে আজ বৃহস্পতিবার থেকে একুশে টিভিতে ধারাবাহিক নাটম ছক্কা পাঞ্জা নাটকে দেকবেন।

খ্যাতিমান পরিচালক বনি চৌধুরির ও ইমাম রিপন এর পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি বৃহস্পতিবার রাত ৮ টায় । বাংলাদেশের খ্যাতিমান অভিনেতাদের সাথে সিলেটের কোটি মানুষের প্রিয় অভিনেতা বেলাল আহমদ মুরাদকেও দেখা যাবে। বেলাল আহমদ মুরাদের এমন সাফল্যে দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ফেইসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। উল্লেখ্য, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মিডিয়া প্রডাকশন গ্রীণ বাংলার ইউটিউব চ্যানেলে প্রচারিত সিলেটের অভিনেতা মুরাদের অনেক নাটিকা দর্শকপ্রিয়তা অর্জন করেছে।এর মধ্যে সম্প্রীতি প্রচারিত জিলাপি, পিপড়া বাবা, পাতিনেতা ১-৫, টাউট ঘরজামাই-১,২, ছিনতাই, শক্তের ভক্ত, বরবাদ ছেলে, বেয়াই-১, ভাড়াটিয়া-১, কিপটা শামীম, ডিজিটাল বিয়ে, তালবাজ-১,২, ভূয়া উকিল, ৪২০-সাংবাদিক, প্রবাসী, ঝুফরা মতিন, ডিস্টার্ব-১,২,৩, তামাসা-১,২,৩ সহ সবকটি নাটিকা বিভিন্ন দেশে অবস্থিত সিলেটিদের প্রশংসা ও ভালোবাসা অর্জন করেছে। বেলাল আহমদ মুরাদ অনেক দূর এগিয়ে যাবেন বলে তার ভক্তরা শুভকামনা ব্যক্ত করেছেন। উল্লেখ্য, ২০০৭ সালে বৈশাখী টেলিভিশনে পদ্ম কুড়ি তারকা নির্বাচিত হন সিলেটের বেলাল আহমদ মুরাদ। এর মাধ্যমেই মূলত মিডিয়া অঙ্গনে সিলেটের মুরাদ হয়ে উঠেন আঞ্চলিক নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেজ শো’র মাধ্যমে সিলেটের মুরাদ সকলের কাছে জনপ্রিয় অভিনেতায় পরিণত হন। গ্রীন বাংলার ইউটিউব চ্যানেলে তার নাটিকাগুলাে প্রচারিত হলে তার দর্শকপ্রিয়তা আরো বেড়ে যায়।২০০৭ সালে বৈশাখী টেলিভিশনে পদ্ম কুড়ি তারকা নির্বাচিত হন সিলেটের বেলাল আহমদ মুরাদ।এর মাধ্যমেই মূলত মিডিয়া অঙ্গনে সিলেটের মুরাদ হয়ে উঠেন আঞ্চলিক নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেজ শো’র মাধ্যমে সিলেটের মুরাদ সকলের কাছে জনপ্রিয় অভিনেতায় পরিণত হন। গ্রীন বাংলার ইউটিউব চ্যানেলে তার নাটিকাগুলাে প্রচারিত হলে তার দর্শকপ্রিয়তা আরো বেড়ে যায়।২০০৭ সালে বৈশাখী টেলিভিশনে পদ্ম কুড়ি তারকা নির্বাচিত হন সিলেটের বেলাল আহমদ মুরাদ। এর মাধ্যমেই মূলত মিডিয়া অঙ্গনে সিলেটের মুরাদ হয়ে উঠেন আঞ্চলিক নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেজ শো’র মাধ্যমে সিলেটের মুরাদ সকলের কাছে জনপ্রিয় অভিনেতায় পরিণত হন। গ্রীন বাংলার ইউটিউব চ্যানেলে তার নাটিকাগুলাে প্রচারিত হলে তার দর্শকপ্রিয়তা আরো বেড়ে যায়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..