সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জুন ৭, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার ভিতরগুল গ্রামের সাদেক মিয়ার ছেলে ইয়াকুব আলী (০৪) ও বগাইয়া হাওর গ্রামের রেনু মিয়ার ছেলে ওয়াজকুরুনি (২৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের নওয়াগাঁও নামক স্থানে ওয়াজকুরুনিকে বহণকারী সিএনজি চালিত অটো রিক্সাটিকে বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ওয়াজকুরুনি নিহত হয়।
অপরদিকে গত বুধবার বিকেলে উপজেলার ভিতরগুল গ্রামে বাড়ির পাশে দোকান পাড়ে খেলা করছিল শিশু ইয়াকুব। এ সময় দ্রুত গতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে সে। গুরুতর আহতবস্থায় স্থানীয়রা ইয়াকুব আলীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি আব্দুল জলিল পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd