বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮জুন) বিশ্বনাথ উপজেলা সদরের জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার হল রুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামিয়ার প্রিন্সিপাল মাওলানা নুরুল হকের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান, রাজনীতিবিদ কাজী মাওলানা আব্দুল ওদূদ, শিক্ষক মাওলানা শাহ রশিদ আহমদ মিয়াজানী, মাওলানা ইসমাঈল আলী নবীগঞ্জী, মাওলানা এবাদুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ হাজী আব্দুল হাই। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ হাবিব উল্লাহ ও আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।