বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে থানা কম্পাউন্ডে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। তবে, প্রতিবার ওপেন হাউজ ডে’তে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও ওইদিন ওপেন হাউজ ডে’তে আমন্ত্রণ পায়নি বিশ্বনাথ প্রেসকাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন। এমনকি আমন্ত্রণ পাননি উপজেলায় কর্মরত কোনো গণমাধ্যমকর্মীও। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ বলেন, প্রতিবার ওপেন হাউজ ডে’তে আমাদেরকে আমন্ত্রণ জানানো হলেও শনিবারের ওপেন হাউজে আমন্ত্রণ না জানানোটা রহস্যজনক।
বিশ্বনাথ প্রেসকাবের (একাংশ) সভাপতি কাজী মুহাম্মদ কাজী জামাল উদ্দিন শনিবারের ওপেন হাউজ ডে’তে আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিকদেরকে বাদ দিয়ে ওপেন হাউজ ডে করাটা দুঃখজনক। সাংবাদিকরাই তো পুলিশের নানা আইনি সেবামূলক কর্মকান্ড এবং অপরাধ প্রতিরোধ ও নির্মূলের বিষয়টি জনগণের সামনে তুলে ধরেন। সেই সাংবাদিকদের বাদ দিয়েই ওপেন হাউজ ডে’র মানেটা কি?
বিশ্বনাথ প্রেসকাব (অপরাংশ) সভাপতি আবদুল আহাদ বলেন, আমি ফেসবুকে শনিবারের ওপেন হাউজ ডে অনুষ্ঠানের ছবি দেখেছি। তবে, থানা পুলিশের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি, অন্যবারের মত ওইদিনের অনুষ্ঠানে প্রেসকাবকেও আমন্ত্রণ করেনি থানা পুািলশ।
থানার ইন্সপেক্টর (তদন্ত) দুলাল আকন্দ সাংবাদিকদের বাদ দিয়ে ওপেন হাউজ ডে করা প্রসঙ্গে জানান, মোবাইলে (ফেসবুকে) জানানো হয়েছে। ছোট পরিসরে করেছি বলে সবাইকে জানানো হয়নি। ঈদের পরে বড় পরিসরে ওপেন হাউজ ডে করা হবে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরাই তো জাতির বিবেক। তাদেরকে বাদ দিয়ে ওপেন হাউজ ডে করার যে কথা বলা হচ্ছে, আসলে সেটা ওরকম নয়। মামলার বাদীদের নিয়ে ছোট পরিসরে ওপেন হাউজ ডে করা হয়েছে। ঈদের পরে সকলকে নিয়ে বড় পরিসরে ওপেন হাউজ ডে করবে পুলিশ।
Sharing is caring!