জকিগঞ্জে লেগুনার ধাক্কায় আহত খালিক জীবন যুদ্ধে হেরে গেলেন

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, জুন ১০, ২০১৮

জকিগঞ্জে লেগুনার ধাক্কায় আহত খালিক জীবন যুদ্ধে হেরে গেলেন

এনামুল হাসান :: জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের দরগা বাহারপুর গ্রামের আব্দুল খালিক দীর্গ ৩২ দিন মৃত্যুর সাথে যুদ্ধে করে গতকাল শনিবার রাত ৮.৫০ মিনিটের সময় তিনি না ফেরার দেশে চলে গেলেন ইন্নালিল্লাহী —- রাজিউন ।

উল্লেখ্য: জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের দরগা বাহারপুর গ্রামের আব্দুল খালিক (৬০) গত (১২ মে মঙ্গলবার) আনুমানিক বিকাল ৪.০০০ ঘটিকার সময় ব্যক্তিগত কাজে বাড়ি থেকে পায়ে হেঁটে আটগ্রাম যাচ্ছেন,আটগ্রাম-জকিগঞ্জ রাস্তায় সাদিখালের পুল পার হওয়ার পর কালিগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি লেগুনা যার নাম্বার(১৫৩৭) খালিক কে সজোরে ধাক্কা দেয়,সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ছটপট করতে থাকেন,তখন ড্রাইবার লোকটি মারা যাওয়ার আশঙ্কায় দায় এড়াতে দ্রুুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।রাস্তায় আসা যাওয়ার পথে এক লোক ছটপট করতে দেখে এগিয়ে আসেন সাধারণ পথচারী তখন তাড়াতাড়ি আব্দুল খালিক কে জকিগঞ্জ সরকারী হাসপাতালে নেওয়া হলে অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়।তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ৩য় তলার ১১নং ওয়ার্ডে রয়েছেন কোন কোন সাড়া শব্দ নেই।কর্তব্যররত চিকিৎসক বার বার আইসিইউতে নেওয়ার জন্য তাগিদ দিলেও গরীব খালিকের পক্ষ ব্যয় ভার বহনের অভাবে আইসিইউতে নেওয়া সম্ভব হচ্ছে না।ড্রাইবার,মালিক ও তাদের সংগঠনের কোন লোক এখনও গুরুতর আহত খালিকের কোন খোঁজ খবর নেননি বলে জানা গেছে।এমতাবস্থায় আহত খালিক মারা গেলে এর দ্বায়বার কে নিবে।গাড়ির ড্রাইবার হলেন বিলাল আহমদ,পিতা আব্দুস শুক্কুর,গ্রাম রসুল পুর,মালিক হলেন কালিগঞ্জের খাসেরা গ্রামের জৈনিক কবির আহমদ বলে জানা যায়,হেলপার দরগাবাহার পুর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে রাসেল আহমদ,ঘটনার সত্যতা জানতে জকিগঞ্জ অটোটেম্পু ফিকাপ মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি নোমান উদ্দিন চৌধুরীর সাথে এই প্রতিবেদক মোবাইল ফোনে যোগাযোগ করলে,তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমরা গাড়িটি সনাক্ত করেছি,গতকাল আপোষ মিমাংসার জন্য বসা হয়েছিল,বিবাদী পক্ষ না মানায় কোন সমাধান হয়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..