সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জুন ১১, ২০১৮
স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলী ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নবাসীর উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান মোঃ উছমান আলী ৫ জুন মঙ্গলবার এ বাজেট ঘোষণা করেন। ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোট আয় ১ কোটি ৪৩ হাজার ৯২০ টাকা ও মোট ব্যয় ৯৮ লক্ষ ৭৩ হাজার ৯২০ টাকা তার মধ্যে উদ্ধৃত্ত ১ লক্ষ ৭০ হাজার টাকা।
ইউনিয়ন পরিষদের সচিব মোঃ তাজ উদ্দিনের পরিচালনায় এ সময় ইউপি সদস্য-সদস্যা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজে প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মোঃ উছমান আলীর সভাপতিত্বে বাজেট পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড সদস্য হাজী মোঃ আলী হোসেন, ৩নং ওয়ার্ড সদস্য মোঃ আকবর আলী, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ আলাউদ্দিন, ৮নং ওয়ার্ড সদস্য মোঃ ফারুক মিয়া, ৯নং ওয়ার্ড সদস্য মোঃ ফারুক আহমদ, মহিলা সদস্য সেলিনা জোয়াদ লিল, সাবীত্রি বালা সরকার, উদ্যোক্তা এমরান আহমদ প্রমুখ।
বাজেট ঘোষণার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উছমান আলী সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা হোল্ডিং টেক্স পরিশোধের ব্যাপারে সচেতন হবেন। কারণ ইউনিয়নের উন্নয়ন একমাত্র ট্রাক্সের টাকা দিয়েই করা হয়। তিনি শিক্ষা, বৃক্ষরোপন ও এলজিএসপি-২ আওতাধীন ৮টি খাতের স্বাস্থ্য, কৃষি ও মানব সম্পদ উন্নয়নে কর বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি প্রতিটি ওয়ার্র্ডে নলকূপ স্থাপন করা ও ওয়ার্ড সভা করার প্রতি গুরুত্বারোপ করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd