সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুন ১১, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে মায়ের সাথে নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে জাকিয়া বেগম নামের সাত বছরের এক শিশু কন্যা নিহত হয়েছে।’ রোববার রাতে উপজেলার জাদুকাঁটার শাখা নদী ভাঙ্গারখাল থেকে ওই শিশু কন্যার ভাসমান লাশ উদ্ধার করা হয় ’নিহত জাকিয়া উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের শফিক তালুকদারের মেয়ে
ও গ্রামের ভোলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।’
নিহতের পারিবারীক সুত্রে জানা যায়, জৈষ্টের প্রচন্ড তাপদাহ থেকে কিছুটা স্বস্থি পেতে রোববার বিকেলে উপজেলার নোয়াগাঁও গ্রামের শফিক তালুকদারের স্ত্রী বাড়ির পার্শ্ববর্তী ভাঙ্গারখাল নদীতে গোসল করতে যাবার পথে শিশু কন্যা জাকিয়াও বায়না ধরে মায়ের সাথে গোসলে যায়।’ জাকিয়াকে গোসল করিয়ে নদীর তীরে বসিয়ে রেখে মা গোসল সেরে তীরে উঠে দেখেন জাকিয়া নদীর তীরে বসা নেই।’ মায়ের ধারণা ছিল হয়ত গোসল শেষ হয়ে যাওয়ায় জাকিয়া বাড়িতেই ফিরে গেছে। বাড়ি ফিওে জাকিয়ার সন্ধান না পেয়ে ফের তার সন্ধানে পরিবার, স্বজন ও পাড়া প্রতিবেশীরা ও টানা কয়েকঘন্টা গ্রামের প্রতিবেশীদের বাড়িতে ও ভাঙ্গারখাল নদীতে সন্ধান চালিয়ে রাতে ভাসমান অবস্থায় জাকিয়ার মৃত দেহ ভাঙ্গার খাল নদী থেকেই উদ্ধার করে বাড়ি নিয়ে যান।’ এ অকাল মৃত্যুর ঘটনায় জাকিয়ার গ্রামে শোকের ছাঁয়া বইছে।’
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার শিশু কন্যার পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি সোমবার নিশ্চিত করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd