সিলেট ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ছালিয়া গ্রামে নুরুদ্দিনের পাখি বাড়ি। বাড়ির সামনে দাড়ালেই বিম্ময়ে অভিভূত হতে হয়। এ যেন পাখির রাজ্য । বিশাল পাখির অভয়ারণ্য। জানা অজানা হাজারো পাখির কলতানে মুখরিত পুরো বাগান। মুহুর্তেই আপনি চলে যাবেন স্বপ্নের জগতে। ব্যক্তি উদ্যোগে এমন অসাধারণ অভয়ারণ্য তৈরি করা যায়, সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। যারা পাখি ভালবাসেন, ভালবাসেন নিরিবিলি পরিবেশ কিংবা বুনো জগত, তাদের জন্য আদর্শ হলো নুরুদ্দিনের পাখি বাড়ি।
জানা যায়, নুরুদ্দিন বাজারে গেলেই পাখি কিনতেন। কখনো এক জোড়া, কখনো দু’জোড়া বা কখনো তারও বেশী। বাড়িতে এনে সেগুলোকে ছেড়ে দিতেন। বলতেন পাখির জায়গা খাঁচায় নয় আকাশে। কিছু পাখি তার তিন একর বাড়ির গাছগাছালিতে থেকে যেত। দেখাদেখি আরো পাখি আসতে শুরু করে। আর এভাবেই এক সময় তা অনেক হয়ে যায়। পাখি চুরি ঠেকাতে নুরুদ্দিন পাহারা বসান।
এই মহান পাখি সেবী লোক এখন আর বেচে নেই। তার অনুপস্থিতিতে তার ছেলে পাখির দেখাশুনার দায়িত্ব নেন। বাড়িতে বক জাতীয় পাখির সংখ্যাই বেশী। শীতের পাখিও আসে। এরা সারাদিন এখানে সেখানে ঘুরে খাবার খেয়ে আবার সন্ধ্যায় নুরুদ্দিনের বাড়িতে এসে আড্ডা জমায়।
কিভাবে যাবেন
সিলেট শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ছালিয়া গ্রাম। সিলেটের আম্বরখানা ইস্টার্ণ প্লাজার সামনে থেকে সিএনজি, অটোরিক্সা, বা নিজস্ব গাড়িতে করে যাওয়া যায় নুরুদ্দিনের বাড়িতে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd