সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুন ২১, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে আগত পর্যটকদের সেবার মান বৃদ্ধির লক্ষে মেয়াদহীন ও নকল পণ্য মুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল’র নেতৃত্বে জাফলংয়ের জিরো পয়েন্ট ও মায়াবী ঝর্ণা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদহীন ও নকল পণ্য রাখার অপরাধে অভিযান চালিয়ে ১৮ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় এবং প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় থানা পুলিশের এস আই ত্রিপণ, জাফলং ট্যুরিষ্ট পুলিশের এএসআই আবু সালেহ, জ্যোতিষ তালুকদারসহ রোভার স্কাউট, অানসার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, জাফলংয়ে আগত পর্যটকরা যাতে কোন রকম মেয়াদ উক্তীর্ণ ও নকল পণ্য ক্রয় করে প্রতারিত না হয় সে দিক বিবেচনা করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এবং কোন প্রকার নকল বা মেয়াদউক্তীর্ণ পণ্য বিক্রি করতে সকল দোকানদেরকে সতর্ক করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd