সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুন ২১, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউ/পি এর আহার কান্দি রাস্তা থাকলেও তা এখন বিপদের মুখে আছে স্কল কলেজ ছাত্র ছত্রীরা।
এদিকে রয়েছে দুটি পর্যটন দেশের শুনাম ধন্য পর্যটন কন্দ্র মায়ামতি যর্ণা ও লক্ষন ছড়া এসব এলেকার পরিস্তি তা দেখার মত কোন লোক নেই আছে পকেট বর্তী টাকা অনুসন্দান করলেই দেখা যায় সরকার তেকে যে টাকা আসে তাও লিডারদের পকেটে ডুকে এ কি পরিস্তিথি এই এলাকার।
আহার কান্দির এ রাস্তায় ট্রিপ দিলে পরের দিন গা ব্যাথা করে। বেশ কিছুদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার পিচ উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। প্রশস্ততা কম ও খানাখন্দের কারণে সড়কটিতে যান চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, দুই বৎসরেরও বেশি সময় ধরে মাতুরতল,মনরতল,আহারকান্দি,পরগনার মানুষ গোয়াইনঘাট ও সিলেটের সঙ্গে যাতায়াতের সড়কটির বেহাল অবস্থা। সড়কটির গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট বাজার থেকে মনরতল বাজার পর্যন্ত পিচ ও খোয়া উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে।
মনরতল থেকে সিলেট গামী সিএনজি চালক বুরহান বলেন, এ সড়কটি দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত কওে এবং এদিকে কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে।
স্থানীয় লোকজন জানান, সড়কটির গত দুই বছর ধরে বেহাল অবস্থা। সড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd