সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুন ২১, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন, গোয়াইনঘাট উপজেলায় জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করুন। অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলির সমাধান করতে সরকার প্রস্তুত রয়েছে।
তিনি বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ডের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাটের শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের শূন্য পদের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, জাফলং এবং বিছনাকান্দি জিরো পয়েন্টের পাথরকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে পর্যটক আসে, কিন্তু প্রতিনিয়ত ওই পর্যটন স্পটের পাথরগুলি চুরি হয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান, স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ রেহান উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আহমদ, রুস্তমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুছ সালাম, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিনসহ বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd