তাহিরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুন ২১, ২০১৮

তাহিরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে সাবেক ইউপি সদস্য মুর্শিদ মিয়া ওরফে মোর্শেদ (৪৫) কে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ পুলিশ গ্রেফতার করেছে।’ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট থেকে বাদাঘাট পুলিশ ফাঁড়ির টহল দল তাকে গ্রেফতার করে।’ অভিযোগ রয়েছে, মাসখানেক ধরে উপজেলায় মাদক বিরোধী অভিযান চললেও উপজেলার এক মামদ স¤্রাট ও ইয়াবা হাটের আলোচিত শীর্ষ চার ইয়াবা ব্যবসায়ী এখনো অধরাই রয়ে গেছে।’

এসব মাদক ব্যবসায়ীদেরকে নির্ব্রিগ্নে তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য পুলিশ ফাঁড়ির মোটর সাইকেল ড্রাইভার মদদ যোগোচ্ছে বলে অভিযোগ উঠেছে।’

বৃহস্পতিবার ইয়াবার চালান সহ পুলিশের হাতে গ্রেফতারকৃত মুর্শিদ উপজেলার বড়দল উওর ইউনিয়নের চরগাঁও গ্রামের মৃত আবদুল আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য।’ চলমান মাদক বিরোধী অভিযানেও উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী কামড়াবন্দ গ্রামের মৃত হাছেন আলীর ছেলে মাদক স¤্রাট আবদুর রাজ্জাক, উপজেলার ইয়াবা হাটের অন্যতম চার ইয়াবা ব্যবসায়ী বাদাঘাটের সুপারী ব্যবসায়ী মোতালিবের ছেলে ইনু মিয়া, কামড়াবন্দ গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে দু’সহোদর জলিল, খলিল ও শিমুলতলা গ্রামের সাবেক ইউপি সদস্য মগবুলের ছেলে শাহজাহান এখনো অধরাই রয়ে গেছে।’

অভিযোগ রয়েছে, তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির মোটরসাইকেল চালক কাঁশতাল গ্রামের মৃত ফালুর ছেলে রব্বানীর আশ্রয়ে প্রশ্রয়ে দ্বীর্ঘ কয়েক বছর ধরেই মামদক স¤্রাট রাজ্জাক . এ চার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ছাড়াও উপজেলার বাদাঘাট উওর ও বড়দল উওর ইউনিয়নে একাধিক মাদক ব্যবসায়ী মদ, গাঁজা, হেরোইন ইয়াবার ব্যবসার পাশাপাশী রমরমা জুয়ার আসর চালিয়ে গেলেও রহস্যজনক কারনে পুলিশী অভিযানে এসব মাদক ব্যবসায়ী ও জুয়ারীরা অধরাই থেকে যাচ্ছে বার বার।’

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যাক্তি জানান, পুলিশ অভিযান শুরুর পর থেকেই তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়িতে থাকা মোটরসাইকেল চালক রব্বানী মুঠোফোনে অভিযানের খবর মাদক ব্যবসায়ীদের নিকট পৌছে দেয়ায় খুব সহজেই পুলিশের গ্রেফতার এড়িয়ে দেশব্যাপী মামদ বিরোধী অভিযানেও একাধিক মদক ব্যবসায়ী নির্ব্রিগ্নে তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।’

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আমির জানান, ইতিপুর্বে মুর্শিদের বিরুদ্ধে থানায় ভারতীয় মাদক চোরাচালানের একাধিক মামলা রয়েছে, অন্যান্য মাদক ব্যবসায়ীদেরও গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..