সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুন ২১, ২০১৮
কোম্পানীগঞ্জ সংবাদদাতা :: কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬টি অবৈধ পাথর তোলার যন্ত্র (বোমা মেশিন) আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে। গতকাল বুুধবার সকাল ১১টা থেকে টানা দুই ঘণ্টা চলে এ অভিযান।
টাস্কফোর্স সূত্রে জানা গেছে, ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে একটি পাথর খেকো চক্র সম্পূর্ণ বেআইনিভাবে অবৈধ বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করে আসছিল। প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা সত্ত্বেও চক্রটি পাথর উত্তোলন করায় টাস্কফোর্স সেখানে অভিযান চালায়।
কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ৬টি বোমা মেশিন জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং একটি মেশিন থানায় নিয়ে আসা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd