সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জুন ২২, ২০১৮
ডেস্ক নিউজ :: সিলেটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হচ্ছে বদরউদ্দিন আহমদ কামরান। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সিলেটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে বদরউদ্দিন আহমদ কামরানের নাম ঘোষনা করেন। এ সময় দলের সিনিয়র নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
ঘোষনা কালে সিলেটের মেয়র প্রার্থী কামরানও সেখানে উপস্থিত ছিলেন। তিনি দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি অনসিলেটকে নিশ্চিত করেছেন। কামরান বলেছেন- নেত্রী ঘোষনা করেছেন তার নাম। এ জন্য তিনি গর্বিত। নেত্রীর সম্মান রক্ষা করতে তিনি আপ্রান চেষ্ঠা করবেন বলে জানান।
গণ ভবনে ওই সময়ে উপস্থিত সিলেট আওয়ামী লীগের নেতারাও তাদের ফেইসবুক আইডিতে এ তথ্য জানান।
ফলে সব জল্পনার অবসান ঘটিয়ে কামরানই হলেন সিলেট আওয়ামী লীগের মেয়র প্রার্থী। এবার তিনি সরাসরি নৌকা প্রতীক নিয়ে সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন করবেন।
কামরান ছাড়াও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সহ আরো ৫ প্রার্থী নৌকা প্রতীকের জন্য দলের ভেতরে লড়াই করেছিলেন। তারাও ওই বৈঠকে উপস্থিত রয়েছেন। এখনো বৈঠক চলছে। বৈঠকে দলীয় প্রধান সিটি নির্বাচন সম্পর্কে সিলেট সহ তিন সিটি নেতাকর্মীদের নির্দেশনা দেবেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd