সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুন ২২, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। গত ১৩ জুন থেকে নির্বাচন কমিশন (ইসি) মনোনয়নপত্র বিতরণ শুরু করে। ওই সময় থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত সবমিলিয়ে ১৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।এ তথ্য জানিয়েছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।তিনি জানান, এ পর্যন্ত মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।তফসিল অনুসারে, আগামী ২৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার কার্যক্রম চলবে। এরপর বাছাই ১ ও ২ জুলাই, প্রত্যাহার ৯ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জুলাই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd