সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৮
ক্রাইম ডেস্ক :: দীর্ঘ দিন যাবত ভারতীয় মদের ব্যবসা করছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউপির তামাবিল (তালবাড়ী) এলাকার মৃত মোঃ তাজ উল্লাহর পুত্র শহিদ মিয়া(৩০) ।
জানা যায়, তার বড় ভাইয়ের স্ত্রী মোছা জয়নব বেগম(৩২)।তিনি জানা দীর্ঘদিন যাবত মদের কাস্টমারের জন্য রাতে ঘুমুতে পারেন না;এ নিয়ে কিছু বললেই শহিদ তাদের বিশ্রী ভাষায় গালিগালাজ করে ও মারধর করে।গতকাল শনিবার দুপুর ১২ ঘটিকায় মদ বিক্রিতে দেখেন তার ভাবি জয়নব বেগম,তিনি তাকে এসব মদ ব্যবসা করতে মানা করেন।ঠিক তখনি শহিদ জয়নবকে গালিগালাজ শুরু করে।গালির প্রতিউত্তর দিলে শহিদ তার হাতের নিকটস্থ একটি কাঠ দিয়ে জয়নবে শরীরে আঘাত করতে শুরু করে।মার দেখে জয়নবের স্বামী আব্দুল জলিল (বাবুল ৪০) প্রতিবাদ করতে এলে তাকেও তারিয়ে বাড়ি থেকে বেড় করে দেয় শহিদ।আহত জয়নব বেগম সাথে সাথেই গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিলকে অবহিত করলে তিনি থানায় যেতে বলেন।সাথে সাথেই তারা স্বামী- স্ত্রী থানায় যান এবং তাদের পঠিত আবেদন গ্রহন করে ওসি জলিল তাদের বলেন এখন দ্রুত আপনারা হাসপাতালে যান,আগামীকাল আমরা ইনকুয়ারী করতে আসব।সাথে সাথেই বাবুল মিয়া তার স্ত্রীকে (জয়নব কে) জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে ভর্তি করেন।সেখান থেকে পরিক্ষিত তথ্য ও ঔষধ নিয়ে আজ বিকেলে বাসায় ফিরলে গোয়াইনঘাট থানার দুই পুলিশ কর্মকর্তা বিবাদীর।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd