সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর জিন্দাবাজারের রাজমনি হোটেল থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। আটকৃত প্রেমিকের নাম আবু ফারদিন শাওন (২০)। সে নগরীর দরগাহ গেইট এলাকার পায়রা-১১ কসবা হাউজের শাইদুল হকের ছেলে। প্রেমিকা নাজিয়া ইসমত চৌধুরী (১৮)। উপশহর ব্লক-এ, বাসা নং-১০-এর আব্দুর রহমান চৌধুরীর মেয়ে।
জানা যায়, শনিবার বেলা ১২ টায় কোতোয়ালী থানার এসআই মন্জুর জিন্দাবাজারের রাজমনি হোটেলের ৪র্থ তলার রুম নং-১০২ থেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে রাজমনি হোটেলের ম্যানেজার সামাদ আহমদ জানান, আটককৃত প্রেমিক যুগল ভূয়া ঠিকানা এবং নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেন। তাই তাদের রুম ভাড়া দেয়া হয়েছে। তবে তাদের কাছ থেকে কোনো ধরনের পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের নম্বর নেননি বলে স্বীকার করেছেন ওই হোটেলের ম্যানেজার সামাদ।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, স্বল্প টাকায় রুম ভাড়ার কারণে এই রাজমনি হোটেলে চলে মাদক সেবন ও দেহ ব্যবসা। স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, প্রমিক যুগলদের দেয়া হয় রুম ভাড়া। ইয়াবা সেবনকারীদের পছন্দের তালিকায় নিরাপদ এই জিন্দাবাজারের রাজমনি হোটেল।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার এসআই মন্জুর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের মোবাইল ফোনে কয়েকবার কল দেয়া হলেও তারা কল রিসিভ করেননি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd