সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে দু-দিনের ব্যবধানে তিন উপজেলার পৃথক পৃথক ৩টি হাওর থেকে ৩জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন,ছাতক উপজেলার ফারুক মিয়া (৫০),বিশ্বম্ভরপুর উপজেলার নজরুল ইসলাম (৩৫) ও নাম,পরিচয় ও ঠিকানাহীন আরেক ব্যাক্তি।
স্থানীয় সুত্রে জানাযায়,জেলার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের উদকল হাওরের সোমবার বেলা ৩টার সময় স্থানীয় লোকজন একটি অর্ধগলিত লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে খরব দেয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তর্দন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। উদ্ধার হওয়া লাশের নাম,পরিচয় ও ঠিকানা জানাজায় নি। এছাড়াও এর পূর্বে গত রবিবার বিকালে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রংপুর ইউনিয়নের করচার হাওরে নজরুল ইসলাম(৩৫)নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করে বিশ্বম্বরপুর থানা পুলিশ। তিনি ধনপুর ইউনিয়নের রাজনগড় গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। একেই দিনে বিকালে জেলার ছাতক উপজেলায় পাতলাছড়া হাওর থেকে ফারুক মিয়া (৫০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মহিষপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে। দুটি লাশ উদ্ধার করে ময়না তর্দন্তের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লাহ খান এঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd